আজকের ধাঁধা : ২৪ মার্চ ২০১৬
ধাঁধা :
১. ‘জলের ধারে রাখলে পাই,
কি ফল বলো তো ভাই?’
২. ‘জীবন্তে মৌন থাকে
মরিলে সে ডাকে,
মঙ্গলের তরে কেউবা
ঘরে এনে রাখে।’
৩. ‘জ্বলে চলে ছোঁয় না পানি,
তারে আমরা সবাই চিনি।’
৪. ‘তিন বর্ণে নাম তার
জলে বাস করে,
মাঝের বর্ণ বাদ দিলে
আকাশেতে ওড়ে।’
উত্তর :
১. জলপাই
২. শিলা
৩. জোনাকি
৪. চিতল
এসইউ