জাপানে বিমান বিধ্বস্ত : নিহত ৪


প্রকাশিত: ০২:৪০ এএম, ২৭ মার্চ ২০১৬

জাপানে চার আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় বিমানের আরোহী সবাই প্রাণ হারিয়েছে। শনিবার ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম জিজি প্রেস এবং এনএইচকের খবরে এ তথ্য জানানো হয়েছে।
 
মোনেই-এম২০সি নামের বিমানটি কোব বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। পরে ওসাকার ইয়াও বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে বিমানটির সামনের ও পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর একটি পাখাও ভেঙে গেছে।
 
স্থানীয় দমকল বিভাগের এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় বিমানের চার আরোহীই নিহত হয়েছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।