মূল্যবোধহীন উন্নয়ন টেকসই হবে না : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৭ মার্চ ২০১৬

নৈতিক মূল্যবোধহীন কোন উন্নয়নই টেকসই হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার রাজধানীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সততা সংঘ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. কাজী নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম, দুদক মহাপরিচালক ড. মো. শামছুল আরেফিন এবং দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সততা সংঘ গঠন নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কোমলমতি শিক্ষার্থীদের বিশ্বমানে জ্ঞানে আলোকিত করার পাশাপাশি তাদের উচ্চ নৈতিক জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে দুর্নীতি বিরোধী অধ্যায় সংযোজন করা হয়েছে  বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চেয়েছেন। বিশ্বমানের জ্ঞানে আলোকিত নৈতিক মূল্যবোধে উদ্দীপ্ত প্রজন্মই সেই সোনার মানুষ। শিক্ষামন্ত্রী দেশের অব্যাহত উন্নয়নে মূল্যবোধকে গ্রথিত করার ওপর জোর দিয়ে বলেন, নৈতিক  মূল্যবোধহীন কোন উন্নয়নই টেকসই হবে না।

অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধি মেহজাবীন তোরসা ও আল আমীন এবং শিক্ষক প্রতিনিধি রুমানা শাহীন সেফা বক্তৃতা করেন।
তাছাড়া দুদক চেয়ারম্যান শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করান।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।