জাপানে প্রবল তুষারপাতের মধ্যে নির্বাচন


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৪

সাধারণ নির্বাচনের আগে শনিবার জাপানের বিভিন্ন স্থানে প্রবল তুষারপাত শুরু হয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে খুব কমসংখ্যক ভোটারের উপস্থিতিতে সহজ জয় নিয়েই ক্ষমতাসীন জোট বিজয়ী হতে যাচ্ছে।

আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, রোববার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার সময়ের মধ্যেই জাপানের মধ্য ও উত্তরাঞ্চলে ৮০ সেমি পর্যন্ত তুষারপাত হতে পারে। এর ফলে নির্ধারিত সময়ের দুই বছর আগে হতে যাওয়া এ নির্বাচনে ভোটারের উপস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার টোকিওর আবহাওয়া রোদ ঝলমলে থাকলেও জাপান সাগরের উপকূলবর্তী ব্যাপক এলাকাজুড়ে প্রবল তুষারপাত শুরু হয়েছে।

মতামত জরিপে দেখা গেছে, শিনজো আবের ক্ষমতাসীন জোট ৪৭৫ আসনের ৩০০টিতে জয় লাভ করে পার্লামেন্টের নিম্নকক্ষে সুপার-মেজরিটি পেতে যাচ্ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ভোটারদের মাত্র দুই-তৃতীয়াংশের নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে। ২০১২ সালের ডিসেম্বরে আবে যে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন তাঁর আগে ৮০ শতাংশ ভোটার নির্বাচনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন।

জাপানে বর্তমানে বিরোধী দলের পক্ষে জনসমর্থন কমে যাওয়ায় ক্ষমতাসীন জোট সহজেই নির্বাচনে জিতে যাবে বলে ধারণা করা হচ্ছে। বেশিরভাগ ভোটারের কাছে আবের নেতৃত্বাধীন এলডিপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

শিনজো আবে তাঁর ব্যয়মুখী প্রবৃদ্ধি নীতির ওপর গণভোট হিসেবে রবিবারের এই আগাম নির্বাচন করছেন। এ নির্বাচনে বিজয়ী হতে আবে আগামী চার বছর মেয়াদে গণরায় নিয়ে তার বেশ কিছু কঠিন সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।