হাসপাতালে ভারতের রাষ্ট্রপতি


প্রকাশিত: ০৪:০৯ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

পেটে সমস্যার কারণে গতকাল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নানা পরীক্ষা করে পর্যবেক্ষণের জন্য তাকে একদিন হাসপাতালে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, একটি পরীক্ষায় প্রণবের হার্টের একটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে।

এ কারণে অ্যানজিওপ্লাস্টি করা হল ভারতের রাষ্ট্রপতি প্রণবের। পিটিআই জানিয়েছে, আর্মির রিসার্চ ও রেফেরাল হাসপাতালের চিকিৎসকরা ব্লকেজ দূর করতে তার হার্টের একটি আর্টারিতে করোনারি স্টেন্ট (একটি ছোট টিউব ধমনী বা আর্টারিতে বসিয়ে ব্লকেজের ফলে সংকীর্ণ হয়ে যাওয়া ধমনীকে প্রসারিত করা হয়) করেছে।

তবে রাষ্ট্রপতি ভবন সূত্রে এ ঘটনার স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। শুধু জানিয়েছে, রাষ্ট্রপতি হাসপাতালে চিকিৎসাধীন। আশা করা হচ্ছে সোমবার তিনি ফিরে আসবেন।` সূত্র: জিনিউজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।