ভারতে রেস্তোরাঁয় বিস্ফোরণ, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০১ মার্চ ২০২৪

ভারতের বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে (ছোট রেস্তোরাঁ) বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) দুপুর ১টা নাগাদ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে কীভাবে এ ঘটনার সূত্রপাত হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। বলা হয়েছে, আহত চারজনের মধ্যে তিনজন রেস্তোরাঁটির কর্মী।

জানা গেছে, রেস্তোরাঁর রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশ বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেস্তোরাঁটি যে এলাকায় রয়েছে, সেটি ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা।

রামেশ্বরম রেস্তোরাঁটি সেখানে বেশ জনপ্রিয়। তার হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণ ঘটেছে। দিন কয়েক আগে এই রোস্তোরাঁয় গিয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছিলেন তিনি।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।