মোদি-মমতার সাক্ষাৎ


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিলি­র রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এ্যাডভোকেটের সম্মানে আয়োজিত নৈশভোজে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা সৌজন্য বিনিময়ের পাশাপাশি করমর্দনও করেন।

জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ উপলক্ষ্যেই সাত মাস পর মোদি ও মমতার সাক্ষাৎ ঘটে। মাত্র ১০ সেকেন্ড স্থায়ী হয়েছিল তাদের ওই সাক্ষাৎপর্ব।

গত লোকসভা নির্বাচনের আগে থেকেই মোদি-মমতার ‘লড়াই’ তুঙ্গে উঠেছিল। নির্বাচনের সময় একে অপরকে আক্রমণ-প্রতি আক্রমণের পথ বেছে নেন। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে অভিনন্দন জানালেও সেই পথে হাঁটেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এরপর সারদা কেলেঙ্কারিতে তৃণমূলের একের পর এক সংসদ সদস্যের নাম জড়িয়ে পড়লে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বিজেপি।

স¤প্রতি দিল্লিতে দু’দিনের সফরের মাধ্যমে মোদির বিরোধিতা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মমতা। সিপিএমের দাবি, কেন্দ্রের সঙ্গে সমঝোতা করতেই এ সফর করছেন মমতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।