৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পায়া যায়নি।

রোববার (১২ জানুয়ারি) বিকেলের দিকে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোলকম্যান ডি ভ্যাজকুয়েজ প্যালারেজ থেকে আট কিলোমিটার দূরে। এটি দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। যেখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস।

ভূমিকম্পটির গভীরতা ছিল ৮৬ দশমিক ২ কিলোমিটার।

মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। ফলে এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশগুলো মধ্যে একটি। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে।

১৯৮৫ সালে মেক্সিকোর প্যাসিফিক উপকূলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে হাজার হাজার মানুষ মারা যান। বিশেষ করে কেন্দ্র ও দক্ষিণ মেক্সিকোতে।

২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মারা যান ৩৬৯ জন। তাদের মধ্যে অধিকাংশ ভুক্তভোগী ছিল রাজধানীর।

সূত্র: এএফপির

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।