বিশ্ব বাজারে পাম ও জ্বালানি তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

বিশ্ব বাজারে পাম অয়েলের দাম কমতে শুরু করেছে। এর কারণ হলো সয়াবিন তেলের চাহিদা বেড়েছে। ফলে খারাপ আবহাওয়ার কারণে মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন কমা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছিল তাতে স্বস্তি ফিরবে।

পাম অয়েল অনেক খাদ্যপণ্যে ব্যবহৃত হয়। এটির মালয়েশিয়ান বেঞ্চমার্কের বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রতি টনের দাম কমে দাঁড়িয়েছে চার হাজার ১৬৬ রিংগিট বা ৯২৫ ডলার।

আরও পড়ুন>

ডিসেম্বরে ভারত পাঁচ লাখ টন পাম অয়েল আমদানি করে। যা নভেম্বরের চেয়ে ৪১ শতাংশ কম।

ভারতের সরকার ও শিল্প কর্মকর্তারা জানুয়ারিতে পাম তেলের আমদানি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন।

এদিকে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামও কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৫০ সেন্ট কমে ৮০ দশমিক ৭৯ ডলার হয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ৮০ সেন্ট কমে ৭৭ দশমিক ৮৮ ডলার হয়েছে।

সূত্র: নিক্কেই এশিয়া, রয়টার্স

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।