ইন্টারভিউ বোর্ডে যা করবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৪ জুলাই ২০১৮

একটি চাকরি প্রত্যেকের জন্য জরুরি। আর চাকরির জন্য জরুরি ইন্টারভিউ। ফলে ইন্টারভিউ বোর্ডে অনেক কিছুর মুখোমুখি হতে হয়। সম্মুখীন হতে হয় অনেক প্রশ্নের। এ জন্য সতর্ক থাকতে হয় প্রার্থীকেই। তাই আসুন জেনে নেই ইন্টারভিউ বোর্ডে কী করবেন-

. কিছু না খেয়ে বের হবেন না। খালি পেটে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। পেটে বুটবুট শব্দ হতে পারে।

২. মুখে এলাচ, দারচিনি বা লবঙ্গ রাখুন। তবে মুখে এসব নিয়ে বোর্ডে হাজির হবেন না।

৩. সালাম দিয়ে বোর্ডের সামনে যান। সময় বুঝে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বলুন।

৪. বসতে বললে শব্দ না করে চেয়ারে বসুন এবং ধন্যবাদ জানান।

৫. সনদপত্রগুলো ফাইলে সাজিয়ে রাখুন, যাতে হাতড়াতে না হয়। ফাইলটি শব্দ করে রাখবেন না।

৬. কখনো হাঁচি এলে রুমাল কিংবা টিস্যু মুখে দিন এবং পরে দুঃখিত বলুন।

৭. চেয়ারে হালকা হেলান দিয়ে শিরদাড়া সোজা করে বসবেন।

৮. মেয়েরা হাতব্যাগ চেয়ারের পাশে নিচে রাখুন বা চেয়ারে ঝুলিয়ে দিন। ছোট হলে টেবিলের একপাশে রাখুন।

৯. কাজটি কি আপনি পারবেন? এ ধরনের প্রশ্ন করলে ‘যথাসাধ্য চেষ্টা করব’ বলাই ভালো।

১০. বের হয়ে আসার সময় সালাম দিয়ে রুম থেকে বের হবেন।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।