রাবির শারমিন এখন সফল উদ্যোক্তা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২১ আগস্ট ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন সুলতানা। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় তার বাসা। করোনাকালে বিশ্বে যখন স্থবিরতা বিরাজ করছিল; ঠিক সেই মুহূর্তে অবসর সময়টাকে কীভাবে কাজে লাগানো যায় ভাবছিলেন তিনি। তখন দেশীয় পণ্য নিয়ে কাজ করার মনোবাসনা বাস্তবায়ন করার কথা মাথায় আসে। শুরু হলো সুপ্ত ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা।\

jagonews24

প্রথম থেকেই পরিবারের সহযোগিতা পেলেও কটু কথা শুনতে হয়েছে প্রতিবেশীদের কাছ থেকে। কিন্তু অদম্য আগ্রহের কাছে হেরে যায় সব প্রতিকূলতা। মুনাফার কথা চিন্তা না করে শুধু দেশীয় পণ্যকে কীভাবে আরও বেশি নান্দনিক ও সমৃদ্ধ করা যায়, সেই চিন্তা তার মাথায়। তাই পাঞ্জাবি, শাড়ি, জামা ইত্যাদি পোশাকের ওপর হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করার পাশাপাশি হ্যান্ড স্টিচ, তাঁতের নিজস্ব ডিজাইনের পোশাক তৈরি, খাদি পাঞ্জাবি ইত্যাদি নিয়েও কাজ করেন। পাটের ব্যাগ তৈরি ও তার ওপর পেইন্টের কাজও করেন এই শিক্ষার্থী।

jagonews24

শারমিনের সঙ্গে কথা বলে জানা যায়, দেশীয় পণ্য নিয়ে কাজ করার চিন্তা-ভাবনা অনেক ছোট থেকেই ছিল তার। নবম-দশম শ্রেণিতে পড়াকালীন বাবার সঙ্গে মেলা দেখতে যেতেন। সেখানে বাঁশের শিল্প, তালের পাখা, জামদানি শাড়ি, স্ট্রিচের কাঁথা সেলাইয়ের কাজ, মাটির পুতুল দেখে অভিভূত হতেন এ উদ্যোক্তা। তারপর থেকেই শিখতে থাকেন হ্যান্ড পেইন্টিংয়ের কাজ।

jagonews24

এ কাজ প্রসারের জন্য ‘লীলাবতী’ নামে ফেসবুকে একটি পেজও আছে তার। সেখানে হ্যান্ড পেইন্টিং করা বিভিন্ন পণ্যের ভিউ দেখানো হয়। ক্রেতারা অনলাইনে পণ্য দেখে পছন্দ অনুযায়ী অনলাইনে অর্ডার করতে পারেন। এমন অনলাইন প্লাটফর্মের মাধ্যমে তার কাজকে করতে চান আরও গতিশীল। দেশীয় পণ্য নিয়ে কাজ করতে বুটিক হাউজও তৈরি করতে চান। সেখানে কয়েকজন নারী উদ্যোক্তাদের নিয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

jagonews24

এমন উদ্যোগের পেছনের গল্প জানতে চাইলে শারমিন জাগো নিউজকে বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল দেশীয় পণ্য নিয়ে কাজ করার। আস্তে আস্তে স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করি। দেশীয় পণ্যেকে তুলে ধরা এবং প্রচারই আমার মূল উদ্দেশ্য। আমার তৈরি প্রোডাক্টগুলোর বিনিময় মূল্য থাকে খুবই সীমিত। যেন শিক্ষার্থীদের বাজেটের মধ্যে থাকে। বিভিন্ন ম্যাটারিয়াল ও কাজের মাত্রার ওপর দাম নির্ধারণ করে ৪৫০ থেকে ৮৫০ টাকার মধ্যে রাখার চেষ্টা করি।’

jagonews24

ঢাকার সাভার থেকে অনলাইনে শারমিনের কাছ থেকে হ্যান্ড পেইন্টিং করা একটি পাঞ্জাবি অর্ডার করেন রেজওয়ান। পাঞ্জাবি হাতে পেয়ে অনলাইনের এমন সেবায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘লীলাবতী পেজটি থেকে আমি প্রথমবারের মতো হ্যান্ড পেইন্টেড একটি খাদি পাঞ্জাবি অর্ডার করি। প্রথমত অনলাইনের কেনাকাটায় আমি খুব একটা আস্থা রাখতে পারি না। কারণ এখানে প্রতারণার সম্ভবনা থেকেই যায়। কিন্তু লীলাবতী পেজ থেকে অর্ডার করে আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট। পাঞ্জাবির বুনন সুন্দর। এটি মানসম্মতও ছিল। সবচেয়ে বড় কথা এটি সুলভ মূল্যেই পেয়েছি।’

পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর জাগো নিউজকে বলেন, ‘উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই। আমাদের মেয়েরা এখন সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে ভালো ভালো সেক্টরগুলোয় ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাজ করছে। পড়াশোনার পাশাপাশি শারমিনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।’

মনির হোসেন মাহিন/এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।