সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট ২ মার্চের আগে দাখিলের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আগামী ২ মার্চের আগে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের দাবি জানিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক মো. মাহফুজুর রহমান ও সদস্যসচিব মো. মিয়া হোসেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে স্মরণ করছি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড, যা আজও বিচারহীন রয়ে গেছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার রাজাবাজারে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন তারা।

কিন্তু দীর্ঘ ১৩ বছরেও এ হত্যার বিচার হয়নি, যা আমাদের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ করছে। দীর্ঘ ১৩ বছরে ১১৬ বার সময় নেওয়া হয়েছে, আর সময় নয়। ৫ আগস্টে পটপরিবর্তনের পর আমরা আশা করছি, দ্রুত এ মামলার তদন্ত শেষ হয়ে প্রকৃত হত্যাকারীদের বিচার সম্পন্ন হবে।

আদালত আগামী ২ মার্চ পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় দিয়েছেন। আর সময়ক্ষেপণ না করে ২ মার্চের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের শনাক্ত করে চার্জশিট দাখিলের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই— অবিলম্বে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করে ২ মার্চের আগে দোষীদের শনাক্ত ও গ্রেফতার করতে হবে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এর সঙ্গে জড়িত সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং অন্যান্য সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে।

সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন ও জনগণ একসঙ্গে এ ন্যায়বিচারের দাবিতে সোচ্চার। আমরা আর কালক্ষেপণ চাই না—ন্যায়বিচার চাই, এখনই চাই।

এফএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।