কায়সার কামাল

গুপ্ত সংগঠনের কাউকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য করবেন না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৫ জুলাই ২০২৫
মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অনুপ্রবেশকারী কোনো ব্যক্তিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য করবেন না।

তিনি বলেন, আমি বার বার বলছি আপনারা লক্ষ্য রাখবেন কোনো অনুপ্রবেশকারী যেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য না হতে পারে। আমরা গুপ্ত সংগঠনের কোনো ব্যক্তিকে সদস্য করবো না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতাদের উদ্দেশে বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা পাশে ছিলেন, মিটিং মিছিলে ছিলেন- তারাই হবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। কারণ নির্বাচন এ দেশের মানুষের প্রাণের দাবি।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে জয়নুল আবেদীন বলেন, একটি দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকার করতে চায় না। এ কারণে তারা ৫ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তারা ৭১-এর প্রসঙ্গ এলেই ৪৭-এ চলে যায়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান বিশ্বাস রায়হান প্রমুখ।

এফএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।