চট্টগ্রামে ঘুস কেলেঙ্কারিতে সাবেক সার্ভেয়ার কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৬ জুলাই ২০২৫
সাবেক সার্ভেয়ার মো. সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত/ ফাইল ছবি

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঘুস লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের চিটাগাং শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক চেইনম্যান নজরুল ইসলাম ও অফিস সহকারী তছলিম উদ্দিনকে ঘুসের ৮ লাখ ৭ হাজার টাকা ও ৯১ লাখ ৮৩ হাজার টাকার চেকসহ আটক করা হয়। দোকানটি ছিল নজরুলের স্ত্রীর মালিকানাধীন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় দুদক মামলা করে। ধরা পড়ার পর নজরুল ও তছলিমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দেয় দুদক। এতে নজরুল, তছলিম, এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম, দালাল নাসির আহমেদ ও ইউসিবিএলের সাবেক কর্মকর্তা ইব্রাহিম মিয়াকে আসামি করা হয়।

আসামিদের মধ্যে নজরুল ও তছলিম জামিনে আছেন, ইব্রাহিম পলাতক রয়েছেন। মারা গেছেন নাসির আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তদন্তে উঠে আসে, চতুর্থ শ্রেণির কর্মচারী হয়েও নজরুল ইসলাম এলএ শাখার ঘুস বাণিজ্যের মূল নিয়ন্ত্রক ছিলেন। জমির ক্ষতিপূরণের টাকার বিপরীতে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ঘুস নেওয়া হতো। সার্ভেয়ার সেলিম ছিলেন তার সহযোগী।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আদালতের বেঞ্চ সহকারী শাহেদ কবির জানান, হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে সেলিম আদালতে হাজির হয়ে নতুন করে জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।