হাইকোর্টের রেজিস্ট্রার হলেন মোয়াজ্জেম হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৫
মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন/ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হয়েছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

বুধবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোয়াজ্জেম হোসেনকে এই পদে প্রেষণে নিয়োগ করেন।

মোয়াজ্জেম হোসেন বুধবারই রেজিস্ট্রার পদে যোগ দেন। বিকেল থেকে তার যোগদানপত্র গৃহীত হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত আদেশ জারি হয়েছে।

জেলা ও দায়রা জজ মোয়াজ্জেম হোসেন এর আগে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে প্রেষণে দায়িত্ব পালন করছিলেন।

এফএইচ/একিউএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।