সাবেক এমপি মুকুলের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে তার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে সোমবার (১৯ জানুয়ারি) এ নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত।

আদালতের আদেশ অনুযায়ী, কর সার্কেল-২৫৪, কর অঞ্চল-১২ থেকে আলী আজম মুকুলের টিআইএন সংশ্লিষ্ট ২০১২-১৩ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব আয়কর নথি জব্দ করে দুদকের তদন্তকারী কর্মকর্তার কাছে সরবরাহ করতে বলা হয়েছে।

দুদক জানিয়েছে, এসব নথি মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে সহায়ক হবে।

এমডিএএ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।