খান আকরামসহ চার আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২২ আগস্ট ২০১৬

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের খান আকরাম হোসেনসহ চার আসামির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। পরে মামলার কাযক্রম আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত মূলতবি করা হয়েছে।  

মামলায় আসামি হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের খান আকরাম হোসেন (৬০), কচুয়া উপজেলার যশোরদি গ্রামের ইদ্রিস আলী মোল্লা (৬৪) এবং একই উপজেলার উদনখালি গ্রামের মো. মকবুল মোল্লা (৭৯) ও কচুয়া উপজেলার চাপড়ি গ্রামের শেখ মোহম্মদ উকিল মোল্লা (৮২)।

আদালতে চার আসামির মধ্যে অন্য মামলায় গ্রেফতারকৃত উকিল মোল্লার বিরুদ্ধে শ্যান অ্যারেস্ট দেখানো হয়েছে। বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নের্তৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার শুনানিতে ছিলেন প্রসিকিউটর মুখলেছুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

আদালতে আজ অধিক তদন্তের জন্য প্রসিকিউটর মুখলেছুর রহমান বাদল তিন মাসের সময়ের আবেদন করেন। সময় আবেদন শুনানি করে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল।

এর আগে ট্রাইব্যুনাল ১২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পর বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করে।

আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলায় গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের সাতটি অভিযোগ আনা হয়েছে। তদন্তে এসব আসামির বিরুদ্ধে ওই সময়ে সংঘঠিত অপরাধের সত্যতা পায় ট্রাইব্যুনালের তদন্ত দল।

এফএইচ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।