শেরপুরের ফারুককে সেভ হাউজে জিজ্ঞাসার অনুমতি


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেরপুরের নকলা থানার প্রফেসর এসএম আমিনুজ্জামান ফারুককে তদন্ত সংস্থার সেভ হাউজে জিজ্ঞাসাবাদের অনুমোতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

রোববার জিজ্ঞাসাবাদের জন্য অনুমোতি চেয়ে অবেদন করার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম এবং তার সঙ্গে ছিলেন রেজিয়া সুলতানা চমন।

আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করার পর গত ২২ আগস্ট এসএম আমিনুজ্জামান ফারুককে নকলা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ট্রাইব্যুনালে হাজির করা হলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে কারাগারে পাঠান আদালত।

এসএম আমিনুজ্জামান ফারুক নকলা হাজী জাল মামুদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক (সাময়িকভাবে বরখাস্ত)। তার বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নকলা বাজারদি এলাকার সৈয়দ আলম মঞ্জু তার চাচা সৈয়দ শাহজাহান আলীকে মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যার অভিযোগে ২০০৯ সালের ১৩ এপ্রিল নকলা থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পরবর্তীতে ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

জানা গেছে, ১৯৭১ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় নামাজ আদয়ের পর সৈয়দ শাহজাহান আলীকে নকলা ধানহাটি বাজার মসজিদ থেকে এসএম আমিনুজ্জামান ফারুক ও তার ৫ সহযোগী আটক করে। পরে শাহজাহান আলীকে নকলা পাইলট হাইস্কুলে পাক বাহিনীর ক্যাম্পে নেয়া হয়। সেখানে তার শরীরের কাপড়, মাথার পাগড়ি খুলে মুখের ভেতর গুঁজে দিয়ে নির্মমভাবে হত্যা করে রাজাকাররা।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।