সাঁওতাল পল্লীতে পুলিশের আগুন : তদন্তের নির্দেশ হাইকোর্টের


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশ আগুন দিচ্ছে- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কারা আগুন লাগিয়েছে এবং এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত কি না তদন্তে তা প্রকাশ করতে বলা হয়েছে।

১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। বুধবার শুনানি শেষে হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেছেন।

একই সঙ্গে স্বপন মুর্মু ও থমাস হেমব্রমের করা মামলা পুলিশের তদন্ত সংস্থাকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে গত ২৬ নভেম্বর স্থানীয় সাঁওতাল টমাস হেমব্রমের থানায় করা আবেদনকে মামলা (এফআইআর) হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ সুপারের নিচে নয় এমন কোনো কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আইন ও শালিস কেন্দ্রের করা এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে আজ আসকের পক্ষে শুনানি করেন আবু ওবায়েদুর রহমান, মাহজাবিন রব্বানী, সামিউল আলম সরকার ও অবন্তী নূর। এছাড়া সাঁওতালদের পক্ষে আরো ছিলেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।   

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে আগুন লাগার ঘটনা ঘটে। রংপুর সুগার মিলের ইক্ষু মাড়াইকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়।
 
এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রসহ (আসক) তিনটি বেসরকারি সংগঠন রিট দায়ের করে। আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট আবু ওবায়দুর রহমান সেতু।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর চিনিকল কর্তৃপক্ষের জমি দখলে নিতে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই ঘটনায় গোলাগুলিতে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় বিভিন্ন সময়ে আইন ও সালিশ কেন্দ্র এবং সাঁওতালরা হাইকোর্টে তিনটি পৃথক রিট আবেদন করেন।

সেসব রিট আবেদনের বিষয়ে ১৪ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন আসক একটি সম্পূরক আবেদন করলে আদালত অগ্নিসংযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়ে ৮ জানুয়ারি আদেশের দিন ধার্য করেছেন।

এফএইচ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।