এমপি লিটন হত্যা : শামসুজ্জোহার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি এ জে এম শামসুজ্জোহার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসামি এ জে এম শামসুজ্জোহার জামিন হয়নি বলে জাগো নিউজকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

জামিন আবেদন শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুব রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ আসামির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও শফিকুজ্জামান রানা।

২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রে মামলার প্রধান আসামি সাবেক সাংসদ (অব.) কর্নেল আবদুল কাদের খাঁনসহ আটজনকে অভিযুক্ত করা হয়। গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের সময় আদালতে সাবেক সাংসদ আবদুল কাদের খাঁনসহ সাত আসামি উপস্থিত ছিলেন। তবে, চার্জশিটভুক্ত এক আসামি আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পলাতক রয়েছেন। অভিযুক্ত অন্য আসামিরা হলেন কাদের খানের পিএস শামছুজ্জোহা, কসাই সুবল চন্দ, গাড়িচালক হান্নান, ভাতিজা মেহেদী হাসান, শাহীন ও রানা মিয়া।

প্রসঙ্গত, ২০১৭ সালের বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ২০১৮ সালের ১ জানুয়ারি লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এরপর নিম্ন (বিচারিক) আদালতে জামিন চেয়ে ব্যর্থ হন আসামি এ জে এম শামসুজ্জোহা। এরপর তার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এফএইচ/আরএস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।