কুড়িগ্রামের ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৬ মে ২০২০

কুড়িগ্রাম জেলা জজ আদালতের অফিস সহায়ক মো. মোশারফকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

বুধবার (৬ মে) সংগঠনটির সভাপতি শাহ মো. মামুন ও সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার এক সংবাদ বিবৃতিতে জরিমানার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৪ মে কুড়িগ্রাম জেলা জজ আদালতের ক্যাশিয়ার আনসার আলী ও অফিস সহায়ক মো. মোশারফ আলী সোনালী ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম শাখা হতে ঈদুল ফিতর উপলক্ষে কর্মচারীদের পাঁচ লাখ আশি হাজার একশ ত্রিশ টাকা উৎসব ভাতা উত্তোলন করেন। এরপর দুপুর সোয়া ১টা হতে ২টার মধ্যে রিকশা করে আদালতের দিকে যাওয়ার পথে আদর্শ পৌর বাজারে পৌঁছালে সে সময় পরিচালিত মোবাইল কোর্টের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী রিকশাচালককে থামতে বলেন।

এরপর ম্যাজিস্ট্রেট তাদের জিজ্ঞেস করেন, কেন তারা দুজন একসঙ্গে রিকশায় উঠেছেন? তারা বলেন, আমরা জেলা জজ আদালতের কর্মচারী। সরকারি কাজের অংশ হিসেবে আদালতের কর্মচারীদের ঈদ বোনাস তুলতে ব্যাংকে গিয়েছিলাম। এতগুলো টাকা একজনের পক্ষে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ, তাই দুজনে নিরাপত্তার স্বার্থে একসঙ্গে নিয়ে যাচ্ছি।

কিন্তু দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট একসঙ্গে দুজন রিকশায় ওঠায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় বর্ণিত অপরাধ করেছেন মর্মে উক্ত আইনের ২৫(২) ধারা মোতাবেক মোশারফ আলীকে দোষী সাব্যস্ত করে ২০০ টাকা অর্থদণ্ড করেন। মোশারফ আলী দোষ স্বীকার না করে দণ্ডাদেশ চ্যালেঞ্জ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাপ সৃষ্টি করে আইনের অপব্যবহার করে অর্থদণ্ডের টাকা আদায় করেন।

বিবৃতিতে বলা হয়, ঘটনাটি আদালতের কর্মচারীদের সরকারি কাজে বাধা এবং আইনকে অসম্মান করে বিচার বিভাগের মান ক্ষুণ্ন হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী আইনের অপপ্রয়োগ ও বেআইনিভাবে সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান করেছেন। এ ঘটনায় অবিলম্বে ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান সংগঠনটির সভাপতি শাহ মো. মামুন ও সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার।

জেএ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।