দেশের আদালতে ২৬ বিচারকসহ ১২৩ জন করোনায় আক্রান্ত
দেশের অধস্তন (নিম্ন) আদালতের ২৬ জন বিচারক ও ৭১ কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ২৬ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ দেশের আদালতগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন।
মঙ্গলবার (২৩ জুন) এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি বলেন, ২৩ জুন পর্যন্ত অধস্তন আদালতে ২৬ জন বিচারক ও ৭১ জন কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ২৬ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সর্বপ্রথম গত ২২ মে নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এরপর মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান আক্রান্ত হন। বর্তমানে তারা দুজন সুস্থ হয়ে আবার কাজে যোগদান করেছেন।
এর আগে গত ১৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত অধস্তন আদালতের কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়েছিলেন হাইকোর্ট প্রশাসন। এরপর সব জেলা জজ, মহানগর দায়রা জজ, সব বিভাগীয় স্পেশাল জজ/স্পেশাল জজসহ সংশ্লিষ্ট দফতর থেকে তথ্য আসে হাইকোর্টে।
এফএইচ/জেডএ/এমকেএইচ