টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধান বিচারপতি
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
এ সময় প্রধান বিচারপতির স্ত্রীও টিকার দ্বিতীয় ডোজ নেন বলে জাগো নিউজকে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার সহধর্মিণী টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। সেদিন প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
এফএইচ/এআরএ/এমকেএইচ