করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি এস এ রহিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯ পিএম, ২০ মে ২০২১

করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এ রহিম মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার( ২০ মে) সকালে ঢাকার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

শুক্রবার (২১ মে) বাদ জোহর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুম এস এ রহিম বর্ণাঢ্য জীবনের অধিকারী। নটরডেম কলেজের শিক্ষকও ছিলেন তিনি। শিক্ষকতা শুরুর কিছুদিন পর আইন পেশায় যুক্ত হন। সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন তিনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও একেএম আমিন উদ্দিন মানিক মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এফএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।