ঈদের দিন পিকআপ চুরি: চোর চক্রের সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১২ জুন ২০২৫
গ্রেফতার মানিক চৌধুরী ও উদ্ধারকৃত পিকআপ

রাজধানীর ধোলাইখাল গরুর হাট থেকে পিকআপ চুরির ঘটনায় গ্রেফতার সংঘবদ্ধ চোর চক্রের সদস্য মো. মানিক চৌধুরীর (৩৯) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ জুন) আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মিঠু আহম্মেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে ওয়ারী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক অনুপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রিমান্ডের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি একটি সংঘবদ্ধ গাড়ি চোরাই চক্রের সক্রিয় সদস্য। এই আসামি তার অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কৌশলে বিভিন্ন গাড়ি চুরি করে আসছিলেন। গত ৭ জুন ঈদুল আজহার দিন আসামিরা ধোলাইখাল গরুর হাটে পার্কিং করে রাখা ৯ লাখ টাকার একটি পিকআপ চুরি করেন। এ ঘটনায় পিকআপের মালিক মিজানুর রহমান ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামি মানিক চৌধুরীকে বুধবার (১১ জুন) দুপুরে যাত্রাবাড়ী থানার রসুলপুর থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে চুরি যাওয়া পিকআপটি কেরানীগঞ্জ মডেল থানার দক্ষিণ ধর্মশুর সাকিনস্থ মাদরাসা রোড সংলগ্ন পরিত্যক্ত বাছেদ সরকার কিন্ডার গার্টেনের সামনে থেকে উদ্ধার করা হয়।

এমআইএন/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।