রিমান্ড শেষে আওয়ামী লীগের দুই কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯ পিএম, ১২ জুন ২০২৫
রিমান্ড শেষে আওয়ামী লীগের দুই কর্মী কারাগারে

গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন অন্তর্বর্তী সরকারবিরোধী মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের আরও দুইজনকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আসামিরা হলেন- কলাবাগান থানা আওয়ামী লীগের কর্মী মামুন হাসান ও মো. মহিউদ্দিন।

বৃহস্পতিবার (১২ জুন) তাদের রিমান্ড শেষে আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক আজিজুল হক ভূইয়া।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। আসামিরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করার নিমিত্তে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।

এমআইএন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।