সঞ্চয়পত্রের টাকা আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২১ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

গ্রাহকের সঞ্চয়পত্রের টাকা বাংলাদেশে ব্যাংকে জমা না দিয়ে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক মো. রফিকুজ্জামান।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

নাজমুল হুদা আরব বাংলাদেশ ব্যাংকের (এবি ব্যাংক) চট্টগ্রাম আগ্রাবাদ শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার ছিলেন। তাকে ব্যাংকটি থেকে চাকরিচ্যুত করা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

মামলার এজাহার থেকে জানা যায়, নাজমুল হুদা ২০১৮ সালের ৩০ মে থেকে ২০১৯ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত কর্মরত থাকাকালে ৪৭টি ভাউচারে মাধ্যমে সঞ্চয়পত্রের ১৮ লাখ দুই হাজার ২৭০ টাকা আত্মসাৎ করেন।

একই সঙ্গে সঞ্চয়পত্রের জিএল হেডের সঙ্গে সমন্বয় করা প্রকৃত বকেয়ার যে পার্থক্য, সেটি আড়াল করতে নিয়মিত বকেয়া সঞ্চয়পত্রের মাসিক প্রুফ শিট প্রস্তুত করতেন না নাজমুল হুদা।

এসএম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।