পুত্রবধূ ও চাচিকে হত্যা

হাইকোর্টে ভেদরগঞ্জের গোবিন্দের দণ্ড কমে যাবজ্জীবন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৮ অক্টোবর ২০২২
ফাইল ছবি

পুত্রবধূ ও প্রতিবেশী চাচিকে হত্যা মামলায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার গোবিন্দ চন্দ্র কবিরাজকে বিচারিক (নিম্ন) আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ। তিনি বলেন, এ বিষয়ে আপিলের জন্য আমরা এরই মধ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দিয়েছি।

২০১০ সালের ২৮ জুলাই সকালে ভেদরগঞ্জ উপজেলার পাচালিয়া গ্রামের গোবিন্দ চন্দ্র কবিরাজ তার পুত্রবধূ অর্চনা কবিরাজ ও প্রতিবেশী লালমোহন কবিরাজের স্ত্রী রানি বালাকে মুগুর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে ওই ঘটনায় লালমোহন কবিরাজ বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার বিচার শেষে ২০১৬ সালের ২৯ নভেম্বর শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন।

পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি আপিল করেন। শুনানি শেষে হাইকোর্ট গোবিন্দ চন্দ্র কবিরাজকে যাবজ্জীবন দণ্ড দেন।

এফএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।