মাহমুদুর রহমানের জামিন আপিলে বহাল


প্রকাশিত: ০৫:১৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  

মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ৭০টি মামলার সব কয়টিতেই তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু সম্প্রতি আইসিটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর সরকার আপিল বিভাগে চেম্বার জজের কাছে গেলে জামিন স্থগিত হয়ে যায়।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তার জামিন বহাল রেখে এ আদেশ দেন।

ফলে মাহমুদুর রহমানের মুক্তির ব্যাপারে এখন আর কোনো বাধা রইলো না। তবে বিটিআরসি’র দায়ের করা একটি মানহানি মামলায় সিএমএম আদালত প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার আদেশ না দিয়ে তাকে জেল থেকে মুক্তির ব্যাপারে বাধার সৃষ্টি করছে। ওই মামলায় রোববার সকালেই মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার থেকে সিএমএম আদালতে হাজির করার কথা রয়েছে।

এফএইচ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।