মীর কাসেমের আইনজীবী নন বিচারপতি নজরুল


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বিতর্কের মুখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আইনজীবী থেকে সরে দাঁড়ালেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সোমবার সকালে নজরুল ইসলাম চৌধুরী নিজেই সরে আসার ঘোষণা দেন।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।

সোমবার মীর কাসেমের আপিল শুনানির সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চকে বলে তিনি মীর কাসেমের মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। পরে কোর্ট থেকে বের হয়ে বিচারপতি নজরুল বলেন, অ্যাটর্নি জেনারেল ও বিভিন্ন মাধ্যমে প্রচণ্ড বৈরি পরিবেশের কারণে আমি মীর কাসেমের মামলার কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি।

এফএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।