নটর ডেমের ছাত্র নাঈমের মৃত্যু: মামলা বিচারের জন্য প্রস্তুত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলার নথি দেখে বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দেন।

আরও পড়ুন > চালকের কাছ থেকে চাবি নিয়ে গাড়ি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী

গত বছরের ৯ নভেম্বর তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই (নিরস্ত্র) আনিছুর রহমান। চার্জশিটে আসামি ইরানের অবৈধ সুবিধা গ্রহণের কারণে সেদিন ভিকটিম নাঈম হাসান সড়ক দুর্ঘটনায় মারা যান বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন > নটর ডেম ছাত্রের মৃত্যু: ৩ লাখ টাকায় ময়লার গাড়ি বরাদ্দ নেন হারুন

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চালক (বরখাস্ত) ইরান মিয়া, পরিচ্ছন্নতাকর্মী হারুন ও রাসেল খান। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

আরও পড়ুন > নটর ডেমের ছাত্র নাঈমের মৃত্যু: চালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০২১ সালের ২৪ নভেম্বর গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। এ ঘটনায় তার বাবা শাহ আলম দেওয়ান পল্টন মডেল থানায় মামলা করেন।

জেএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।