হুমকিতে ন্যায়বিচার থেকে বিরত থাকতে পারে না আদালত


প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৭ মার্চ ২০১৬

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কোন ব্যক্তি বা সংগঠনের হুমকি-ধামকিতে সর্বোচ্চ আদালত ন্যায় বিচার থেকে বিরত থাকতে পারে না।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আইনজীবীরা কোনো অপরাধকে সমর্থন করি না। তবে সর্বোচ্চ আদালত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে মীর কাসেম আলীর আপিলের রায়ের ক্ষেত্রে ন্যায়বিচার করবে বলে আশা করছি।

তিনি বলেন, বিভিন্ন মহল থেকে এই মামলায় বিচারাধীন বিষয়ে যেসব বক্তব্য ও বিবৃতি আসছে, তা এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে বাধা হবে না।

এই আইনজীবী বলেন, সরকারের দুই মন্ত্রী মীর কাসেম আলীর বিচারাধীন বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল। আমরা সুপ্রিম কোর্ট বার সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছি।

মীর কাসেম আলীর মামলার রায় প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, আদালত ন্যায় বিচার করবেন। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আদালত যে রায় দিবেন আইনজীবী হিসেবে তা মেনে নেবেন বলেও উল্লেখ করেন মীর কাসেমের প্রধান আইনজীবী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাময়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় আগামীকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ ঘোষণা করবেন।

এফএইচ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।