সুপ্রিম কোর্ট আইনজীবীদের নির্বাচন : ১৪ পদের বিপরীতে ৩৪ প্রার্থী
জমছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ২০১৬-১৭ বর্ষের নির্বাচন। আগামী ২৩ ও ২৪ মার্চ দুদিন এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল এবং ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে সরকার সমর্থিত আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছড়াও আলাদা দুইজন মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মোট ৫ হাজার ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যালেন থেকে সভাপতি পদে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হুসেন হুমায়ূন, ভাইস চেয়ারম্যান পদে দুজন হচ্ছেন সাবেক মো. তাহেরুল ইসলাম ও সুরাইয়া বেগম, সম্পাদক পদে মো. আজহার উল্লাহ ভূইয়া, কুষাধ্যক্ষ পদে মো. রমজান আলী শিকদার, সহ-সম্পাদক পদে দুজন হচ্ছেন একেএম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচন করছেন।
এছাড়া এ প্যানেল থেকে সদস্যপদে যারা নির্বাচন করছেন তারা হলেন, কুমার দেবুল দে, খান মুহাম্মদ শামিম আজিজ, মো. আজিজ মিয়া মিন্টু, মো. হাবিবুর রহমান হাবিব,মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাসরিন সিদ্দিকা লিনা ও সাহানা পারভিন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ফাহিমা নাসরিন মুন্নী ও মো. গোলাম মোস্তফা। সম্পাদক পদে এএম মাহবুব উদ্দিন খোকন কোষাধ্যক্ষ পদে নাসরিন আক্তার, সহ-সম্পাদক পদে দুজন মো. শহিদুজ্জামান ও মো. ইউসুফ আলী।
এছাড়া এই প্যানেল থেকে সদস্যপদে যারা নির্বাচন করছেন তারা হলেন- মমতাজ বেগম বিউটি, মো. কামাল হোসেন, মো. নাসির উদ্দিন খান সম্রাট, নাসির উদ্দিন আহমেদ অসিম, নাসরিন ফেরদৌস, রেজাউল করিম ও এস কে তাহসিন আলি।
সুপ্রিম কোর্ট এর অ্যাসিস্টেন্ট সুপারিন্টেন্ট মো. রফিক উল্লাহ জানান, রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ও আওয়ামী লীগ সমর্থিত দুটি প্যানলেসহ ৬টি পদে মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি বলেন, দুটি প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়ছেন ইউনুছ আলী আকন্দ, ফেরদৌসী এবং সদস্য পদে আরিফা জেসমিন নাহিন ও মো. আহসান উল্লাহ।
নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট হারুনুর রশীদ। তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি নিবার্চন পরিচালনার দায়িত্ব পালন করবেন। দুই দিন সকাল ১০ টা থেকে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সুপ্রিম কোর্ট বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির এক সভায় নির্বাচন সংক্রান্ত এ সিদ্ধান্ত হয় গত ৮ ফেব্রুয়ারি।
এফএইচ/এসএইচএস/এবিএস