মেয়র আনিসুল হককে লিগ্যাল নোটিশ
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে লিগ্যাল নোটিশ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শামীমুন নাহার লিপি। লিপি সম্পর্কে মেয়র আনিসুল হকের আত্মীয় (বিয়াইন)।
মঙ্গলবার লিপির পক্ষে রেজিস্ট্রি ডাক যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা এই নোটিশ পাঠিয়েছেন। আগামী সাত দিনের মধ্যে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী লিপি তার পরিবারে অশান্তি সৃষ্টির জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকেও লিগ্যাল নোটিশ দিয়েছিল।
অ্যাডভোকেট মাসুদ রানা জানান, শামীমুন নাহার লিপি মেয়র আনিসুল হকের আত্মীয়। পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে মেয়র আনিসুল হক শামীমুন নাহার লিপিকে না বলে লিপির মা জিয়াউন নাহার ও ভাই আরিফুর রশিদের পক্ষে কাজ করার অভিযোগ আনা হয়। তাই মেয়রের প্রতি নোটিশ পাঠানো হয়েছে এবং মেয়রকে মা ও ভাইয়ের পক্ষাবলম্বন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এফএইচ/এএইচ/পিআর