সরকারবিরোধী আইনজীবী ফ্রন্টের পদযাত্রা দুপুরে
সরকারের পদত্যাগ, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি জামায়াত ও অন্যান্য আইনজীবীদের নিয়ে গঠিত ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজলের পাঠানো বার্তার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের অপর আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
আরও পড়ুন>বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের ইউনাইটেড লইয়ারর্স ফ্রন্ট ঘোষণা
তিনি বলেন, শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ, স্বঘোষিত ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ এবং ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ঢাকা আইনজীবী সমিতির কেন্দ্রস্থল থেকে ‘আইনজীবীদের পদযাত্রা’ শুরু হয়ে ঢাকা আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।
আইনজীবীদের সমাবেশ শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের কাছে বিচারিক নৈরাজ্য, বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের ‘বিচারিক হয়রানির’ প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হবে।
আরও পড়ুন> দুই বিচারপতির পদত্যাগ দাবি/ বিএনপি-জামায়াতপন্থি আইনজীবী ফ্রন্টের কালো পতাকা মিছিল
পদযাত্রা ও সমাবেশে উপস্তিত থাকবেন ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট’ এর কেন্দ্রীয় কমিটির কনভেনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কো-কনভেনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল।
এফএইচ/এসএনআর/জিকেএস