উঠে গেল কাগজের কজলিস্ট


প্রকাশিত: ০৩:১৭ এএম, ০৪ এপ্রিল ২০১৬

হাই কোর্টের বৃটিশ আমলের পুরোনো দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) রোববার থেকে আর কাগজে ছাপানো হয়নি। ফলে এখন থেকে শুধু মাত্র অনলাইনে সুপ্রিম কোর্টের কার্যক্রম পরিচালিত হবে।

রোববার  সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, ‘অদ্য ০৩/০৪/২০১৬ খ্রি. থেকে হাই কোর্ট বিভাগের কাযক্রম পরিচালিত হচ্ছে অনলাইন কজলিস্ট অনুসারে।’

এ বিষয়ে জানতে চাইলে হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, পূর্বের ঘোষণা অনুসারে রোববার থেকে আর কজলিস্ট ছাপানো হয়নি।

চলতি বছরের ২৮ জানুয়ারি সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম এক সাংবাদিক সম্মেলনে বলেন, গত ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া অনলাইন কজলিস্টের সফল বাস্তবায়ন শেষে আগামী ১ ফেব্রুয়ারি থেকে কাগজে ছাপা কজলিস্ট সম্পূর্ণরূপে বন্ধ করে তার পরিবর্তে অনলাইন কজলিস্ট চালু করা হবে। আমাদের এ উদ্যোগ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে আন্দোলন সেটাকে আরো বেগবান করবে এবং ভিশন ২০২১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, ৩১ জানুয়ারি থেকে প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে হাই কোর্ট বিভাগের প্রত্যেকটি বেঞ্চের পরবর্তী দিনের কজলিস্ট চূড়ান্তভাবে অনলাইনে প্রকাশিত করা হবে। বর্তমানে যে কজলিস্ট ছাপা হয় তাতে প্রতিটি কজলিস্টের পেছনে ৪শ টাকা খরচ পড়ে। যার খরচ বছরে দাঁড়ায় ২১ কোটি টাকা। অথচ গ্রাহক চাঁদা বাবদ মাত্র ৬০ লাখ টাকা আসে।

প্রতিদিনের ছাপা কজলিস্টের কলেবর বহনযোগ্য এবং পরিবেশবান্ধব নয়। কারণ প্রায় ৪শ পৃষ্ঠার এ কজলিস্ট ছাপাতে প্রতিদিন ৬৫টি গাছ কাটতে হয়। তাই পুরোপুরি অনলাইনে যাওয়ার পর এখন এ গাছ রক্ষা পাবে।  

ওইদিন বিকালে জ্যেষ্ঠ আইনজীবীদের অনুরোধের মুখে ১৪ দিন কাগজে ছাপানো কজলিস্টের মেয়াদ বাড়ানো হয়। পরবর্তীতে আরো এক দফা বাড়িয়ে ৩১ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। সে অনুসারে রোববার থেকে কাগজের কজলিস্ট উঠিয়ে দেওয়া হয়।

এদিকে অনলাইনের পাশাপাশি কাগজেও মামলার কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। রোববার বেলা ১টায় সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

কাগজের কজলিস্ট না থাকলে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। সোমবার থেকে কাগজে ছাপানো কার্যতালিকা পুনরায় চালু না করলে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এফএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।