তিন সপ্তাহ আগাম জামিন আবেদন নেবেন না হাইকোর্টের একটি বেঞ্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

তিন সপ্তাহের জন্য আগাম জামিনের আবেদন নেওয়া বন্ধ করে দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গত কয়েক দিন হাইকোর্টের একাধিক বেঞ্চে প্রচুর আগাম জামিন আবেদনের শুনানি হওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট বেঞ্চের আইন কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব মিলিয়ে জামিন হয় পাঁচ শতাধিক ব্যক্তির। এই কয়দিন বেশিরভাগই রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপির নেতাকর্মীরা জামিন নেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও আগাম জামিন নিয়েছেন একই কোর্ট থেকে।

বিজ্ঞাপন

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় (কজলিসস্টে) তিন শতাধিক আগাম জামিনের আবেদন ছিল। এরমধ্যে ২৬৮টি আবেদনে শুনানির পর ১৮০টি মঞ্জুর করেন আদালত।

এই বেঞ্চ থেকে আগাম জামিন নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার অনুসারীরাও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হাইকোর্টের একই বেঞ্চ আগাম জামিনের আবেদন না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নোটিশ জারি করেন।

এদিন আদালত কক্ষের দরজায় টাঙানো নোটিশে বলা হয়, আইনজীবীদের জানানো যাচ্ছে যে, অত্র ২৭ (এনেক্স) কোর্টে অসংখ্য আগাম জামিনের আবেদনপত্র অনিষ্পন্ন থাকায় আগামী তিন সপ্তাহ কোনো আগাম জামিনের আবেদন গ্রহণ করা হবে না।।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ জানান, বেশিরভাগই রাজনৈতিক মামলায় জামিন হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই তাদের জামিন দিয়েছেন আদালত। তবে গাড়ি পোড়ানো, ট্রেনে অগ্নিসংযোগ অথবা পুলিশের ওপর হামলা করেছে এমন অভিযোগ থাকা আসামিদের আদালত জামিন দেননি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বুধবার (২৪ জানুয়ারি) ২৬৮টি আবেদন শুনে ১৮০ আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আরও পাঁচ শতাধিক আবেদন শুনানির অপেক্ষায় আছে বলে জানান আইন কর্মকর্তা।

এফএইচ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।