টিপু-প্রীতি হত্যা মামলার সাক্ষ্য পিছিয়ে ১৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৭ জুলাই ২০২৫
জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরিন প্রীতি

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ১৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে নতুন দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের।

এর আগে গত ২০ জুন টিপুর স্ত্রী ও মামলার বাদী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি সাক্ষ্য দেন। গত ২৯ এপ্রিল এ মামলার ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের রাস্তায় টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি (১৯) গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন।

এমআইএন/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।