লা মেরিডিয়ান ঢাকায় আরবীয় খাদ্য উৎসব

লা মেরিডিয়ান ঢাকার মেডিটেরিয়ান রেস্টুরেন্ট ওলেয়াতে আয়োজন করা হয়েছে আট দিনব্যাপী আরবীয় খাদ্য উৎসব। আজ ৩০ মার্চ শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।
মাস্টার শেফ মুনিরের তত্ত্বাবধানে ‘শেফ অব দ্য ওয়ার্ল্ড’ আরবীয় ঐতিহ্যবাহী খাবার তৈরি করবেন অতিথিদের জন্য। অতিথিদের দেশীয় ও আন্তর্জাতিক খাবারের স্বাদ পরখ করে দেখার সুযোগ তৈরির যে লক্ষ্য লা মেরিডিয়ান ঢাকার রয়েছে এ উৎসব আয়োজন তারই একটি অংশ, এর মাধ্যমে অতিথিরা আরবীয় খাবারের আসল স্বাদ নেয়ার সুযোগ পাবেন।
উৎসব চলাকালীন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ওলেয়াতে অতিথিদের জন্য পরিবেশন করা হবে ঐতিহ্যবাহী মুখরোচক আরবীয় খাবার। অতিথিরা জনপ্রতি ৩,৬০০++ টাকায় বিশেষ এই বুফে ডিনার উপভোগ করতে পারবেন।
‘শেফ অব দ্য ওয়ার্ল্ড’ এই উৎসবে পুরো মধ্যপ্রাচ্যের খাবারই পরিবেশন করবেন। এর মধ্যে কাবাব থাকবে যা সারা বিশ্বেই প্রিয় একটি খাবার। শুধু কাবাবই নয় এর পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের আরবীয় ডিশ এবং খাদ্য যা অতিথিদের আরবীয় খাবারের একটি পূর্ণ স্বাদ দেবে।
টেবিল বুকিংয়ের জন্য অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন +৮৮০১৯৯০৯০০৯০০ এই নম্বরে।
এইচএন/জেআইএম