ওমেন্স ওয়ার্ল্ডে চলছে বিশেষ ছাড়
আগে ধারণা ছিল বিয়ে শুধু শীতের দিনেই হয়। কিন্তু সে ধারণা ভুল প্রমাণিত হতে চলেছে। কেননা এখন শীত আর গ্রীষ্ম নেই। সারা বছরই বিয়ে করে নতুন ঘর বাঁধছেন অনেকে। বিয়ের দিনটিকে ঘিরে মানুষের থাকে অনেক স্বপ্ন। তার অন্যতম হচ্ছে তাকে সব থেকে সুন্দর দেখাতে হবে।
কনের সেই চাওয়াকে পূর্ণতা দিতেই সৌন্দর্য সেবা দানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড, এই রোদ-বৃষ্টির মৌসুমে রব-কনেদের জন্য দিচ্ছে আকর্ষণীয় ব্রাইডাল প্যাকেজ।
প্রতিটি প্যাকেজে থাকছে বিশেষ মূল্যছাড়। এখানে গায়ে হলুদ, বিয়ে ও বৌভাতের মেকআপের সঙ্গে প্রি-ব্রাইডাল রূপচর্চায় কনের জন্য থাকছে ব্রাইটনিং ফেসিয়াল, পেডিকিওর, মেনিকিওর, ওয়েল মাসাজ, ওয়াক্সিংসহ তিনজন পর্যন্ত সঙ্গীর পার্টি মেকআপ ও হেয়ার সেটিং একদম ফ্রি।
এআরএস/এমএস