ভালোবাসার মানুষকে বিয়ে করার যত সুবিধা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ০২ জানুয়ারি ২০২৬
ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে

ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করার স্বপ্ন প্রায় সবার মনেই থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে আরও বেশি করে। একসময় যেখানে অ্যারেঞ্জড ম্যারেজই ছিল স্বাভাবিক, সেখানে এখন প্রেমের বিয়ের সংখ্যাই চোখে পড়ার মতো বেড়েছে। তবুও এখনো অনেকের মনে ধারণা ভালোবাসার বিয়ে নাকি বেশিদিন টেকে না। বাস্তবতা কিন্তু অনেক ক্ষেত্রেই ভিন্ন।

সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, যাকে আপনি ভালোবাসেন তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পেছনে বেশ কিছু বাস্তব ও ইতিবাচক কারণ রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেন ভালোবাসার মানুষকে বিয়ে করা অনেকের জন্য সুফল বয়ে আনে।

সুস্থ ও সুখী দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো ভালোবাসা আর বিশ্বাস। প্রেমের সম্পর্কে থাকার সময়ই একজন মানুষকে কাছ থেকে চেনা যায় সে কতটা বিশ্বস্ত, কতটা দায়িত্বশীল বা সংকটে পাশে থাকার মানসিকতা রাখে। এই জানা-বোঝার পর যাকে বিয়ে করা হয়, তার সঙ্গে প্রতারণার আশঙ্কা তুলনামূলকভাবে কম থাকে।

ভালোবাসার মানুষকে বিয়ে করার যত সুবিধা

ভালোবাসার মানুষকে বিয়ে করলে সংসারে মানিয়ে নেওয়ার বিষয়টিও সহজ হয়। একেবারে অপরিচিত কাউকে হঠাৎ করে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে হলে যেমন অস্বস্তি তৈরি হয়, পছন্দের মানুষের সঙ্গে সংসার গড়লে সেই জটিলতা অনেকটাই কমে যায়। অভ্যাস, পছন্দ-অপছন্দ বা জীবনযাপনের ধরন আগেই জানা থাকায় একসঙ্গে চলা সহজ হয়।

ভালোবাসার মানুষকে বিয়ে করার যত সুবিধা

আরও পড়ুন:
বিয়েতে মসলিন শাড়ি, ঐতিহ্যের নরম ছোঁয়া
জামদানির বুননে বিয়ের স্বপ্ন
শাড়ির ভাঁজে ভাঁজে অনুভূতি, বিয়েতে বেনারসির বাইরে যা
বিয়ের জন্য সোনার গহনা কিনছেন? যা জানা জরুরি

ভালোবাসার মানুষকে বিয়ে করার যত সুবিধা

দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত জরুরি। ভালোবাসার সম্পর্কে থাকা মানুষজন সাধারণত একে অপরের মানসিকতা, দুর্বলতা ও চাওয়াগুলো ভালোভাবেই জানেন। ফলে সংসারে সমস্যা এলেও তা আলোচনা করে সমাধান করার সুযোগ বেশি থাকে, অশান্তির পরিমাণও কম হয়।

ভালোবাসার মানুষকে বিয়ে করার যত সুবিধা

ভালোবাসার মানুষের আরেকটি বড় সুবিধা হলো গ্রহণযোগ্যতা। সঙ্গীর কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও তা সহজে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়। বিপরীতে অনেক সময় অ্যারেঞ্জড ম্যারেজে বিয়ের পর এসব বিষয় জানা গেলে সম্পর্ক ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু ভালোবাসার মানুষ সাধারণত কঠিন সময়েও হাত ছাড়তে চান না।

ভালোবাসার মানুষকে বিয়ে করার যত সুবিধা

সব মিলিয়ে বলা যায়, ভালোবাসার মানুষকে বিয়ে করা মানে শুধু আবেগের সিদ্ধান্ত নয়; এতে রয়েছে বিশ্বাস, বোঝাপড়া আর মানসিক নিরাপত্তার শক্ত ভিত। সঠিক মানুষকে বেছে নিতে পারলে প্রেমের বিয়েও হতে পারে দীর্ঘস্থায়ী ও সুখী দাম্পত্য জীবনের সুন্দর সূচনা।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।