শফিক মুন্সির অণুকবিতা

হেসে কাটিও সময় এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:২১ পিএম, ২১ মে ২০২৫

হেসে কাটিও সময়

জীবন যতই দিক মুশকিল তোমায়, রোজ মনে করে খানিক হেসে কাটিও সময়।

****

ইশ

ইশ, তুই যদি আমার চোখের পানি হতিস।
আমি কান্না থামিয়ে দিতাম তোকে হারানোর ভয়ে।
ইশ, তুই যদি আমার চোখের পানি হতিস!

****

স্মৃতি ভুলতে

এক রাতে তাঁর স্মৃতি ভুলতে যেই না আমি ঘুমিয়ে গেলাম বেঘোরে, পরদিন আমাকে জাগাতে কান্নার রোল পড়লো মহল্লাতে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।