রবিন ইসলামের কবিতা
শূন্যতায় ডুবে যাই
মাঝে মাঝে রাত নামলেই অদ্ভুত শূন্যতা গ্রাস করে,
মনে হয় অন্ধকারের বিশাল গহ্বরে
আমি একা ভেসে যাচ্ছি নিরন্তর।
দিনের আলো নিভে গেলে
মনের আকাশে জমে ওঠে অচেনা মেঘ,
স্মৃতিরা তখন ঝড়ের মতো ভেঙে পড়ে—
অচেনা শব্দ, বিস্মৃত মুখ,
সবকিছু যেন হাহাকার হয়ে
নিস্তব্ধতার বুকে খোদাই করে যায় ক্ষত।
হৃদয়ের ভেতর জমা বেদনা
কখনো নদীর মতো প্লাবিত হয়,
কখনো শুকনো মরুভূমির মতো
কেবল ধুলোর ঝড় তোলে।
আমি জানালার পাশে দাঁড়িয়ে
অন্ধকারে হাত বাড়াই—
কোনো আলো ধরা দেয় না,
শুধু দূরে নিভু নিভু একটি তারা
আমার নির্জনতার সাক্ষী হয়ে ঝলমল করে।
এসইউ/এমএস