বইনামা লেখক পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

এবারই প্রথম ‘বইনামা লেখক পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। এই পুরস্কার পেয়েছেন নবীন ৯ লেখক। ২৬ সেপ্টেম্বর রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান বইনামার ব্যবস্থাপক রাশেদুল হাসান।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- প্রবন্ধে ডা. মোজাম্মেল হক, কবিতায় সাব্বির আহমাদ, উপন্যাসে মনিকা পারভীন বর্ষা, গল্পে রাসেল রাজ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে হাবিবুল করিম, ক্যারিয়ার ও আত্মউন্নয়নে আবদুল্লাহ হামজা, ধর্মে মো. বিপ্লব হোসেন, কিশোর সাহিত্যে আহমাদ আব্দুল্লাহ উসামা ও শিশুসাহিত্যে ইভা জান্নাত শহিদা।

আয়োজকরা জানান, গত ১ আগস্ট নতুন লেখকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করে বইনামা। ৩১ আগস্ট ছিল পাণ্ডুলিপি জমা দেওয়ার শেষ সময়। সহস্রাধিক পাণ্ডুলিপি থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

আরও পড়ুন
এস এম সুলতান দোলন ছবি আঁকা উৎসবে বিজয়ী যারা
সাহিত্য-সংস্কৃতি চর্চার জন্য আড্ডা জরুরি

পাণ্ডুলিপি বাছাইতে সহযোগিতা করেছেন ডেইলি স্টারের (বাংলা) সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ, লেখক ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ, কবি খালেদ রাহী, ইত্তেফাকের ভিন্ন চোখের ইনচার্জ নুরুল করিম এবং লেখক ও করপোরেট ট্রেইনার ইলিয়াস হোসেন।

বইনামার ব্যবস্থাপক রাশেদুল হাসান বলেন, ‘এত এত ভালো পাণ্ডুলিপি জমা পড়েছে যে, বাছাই করতে আমাদের বেগ পেতে হয়েছে। যারা বিজয়ী হয়েছেন, তাদের জন্য শুভ কামনা। যারা এবার সফল হতে পারেননি; তাদের প্রতিও দোয়া-ভালোবাসা থাকলো।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।