শফিক মুন্সির কবিতা

হারানোর ভয় এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, ২৭ নভেম্বর ২০২৫

হারানোর ভয়

যাকে নিজের করে পাবার সম্ভাবনাই নেই কোনো, তাকেই হারানোর ভয় পুষে রাখি এখনো৷

***

আমার পরিচয়

নিজেকে যতটা শুধরে নিয়েছি আমি, ততটা খারাপও তো কখনো ছিলাম না। যত যন্ত্রণা দিয়ে জীবন আমাকে ভেঙে চুরমার করেছে; তত বড় তো আমার স্বপ্নও কখনো ছিল না!

***

নিজের বোকামি

ঘর এলোমেলো করার জন্য কেনো হাওয়াকেই দায়ী করি? ঝড়ের রাতেও জানালা খোলার বোকামি যখন আমার নিজেরই!

***

প্রত্যাহিক রুটিন

এখন তো শুধু সিলিংয়ে চেয়ে চেয়ে এক রুমেই কেটে যায় আমার সারাটাদিন, এক জামানায় যাযাবর হওয়াই ছিল আমার প্রত্যাহিক রুটিন৷

***

দাফন

এ হৃদয়ে হয়েছে কত পরিচিত মুখের দাফন,
স্মৃতিতে এখন নেই; যারা ছিল একসময়ে আপন৷

***

দুঃখের পরিমাণ

আমার দুঃখ ঢাকতে যদি হয় কাফনের দরকার, শহরজুড়ে থেমে যাবে সব মরদেহের সৎকার।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।