কাদের পলাশের কবিতা

কাদের পলাশ
কাদের পলাশ কাদের পলাশ , গল্পকার
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

সময়

এখানে মন পড়ে থাকে
বছরের পর বছর
দেহ ছুটে চলে সময়ের পীঠে।

বিজ্ঞাপন

কতবার সবুজ বদল করেছে রং
কতবার শুনেছে ঝরাপাতার গোপন কান্না

অবহেলায় আমি হারিয়ে যাই
আবার সন্ধান মেলে বহুদিন পর
এক রৌদ্রঝরা জ্যৈষ্ঠের দুপুরে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দখিনের জারুল গাছে বয়সের ছাপ
উপরে হাসি, রঙ-উচ্ছ্বাস
ভেতরে পোকা, অন্ধের বসবাস!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।