তুহীন বিশ্বাসের কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০

অধ্যাসের অভ্যাস

নাতিদীর্ঘ প্রণয়! প্রলয়ঙ্কারী উচ্চরক্তচাপ!
মলিন হয়েছে আজ বেনারসির জলছাপ।
বিবর্ণ মেহেদি হাতে রক্তবর্ণ আলতা চরণ
এলোমেলো ভাবনায় সুস্থ বিবেকের মরণ!

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আচারনিষ্ঠা! অন্তরালে পাপাচারের মেলা
অবিমৃষ্যকারী পরাস্ত! বর্ণচোরাদের হেলা?
সরলতা শৃঙ্খলিত! কুচক্রে গোপন শিকল?
অধ্যাসের অভ্যাসে ললনা! সমাজ বিকল।

এসইউ/এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।