ফখরুল হাসানের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৯ এপ্রিল ২০২২

বলিরেখা ঠোঁটে রোদসূত্র

আঙুল ছুঁয়ে থাকা চায়ের কাপ পরিমিত বৃত্ত।
রক্তরং বলিরেখা ঠোঁটে টলমল করে সুরার নহর!
পানপাত্রে ঠোঁটের আলতো স্পর্শে হয় জলোৎসব;
ঠোঁটের স্পর্শে কাপ পায় তৃপ্তির পরিপূর্ণ স্বাদ।
লোভের তাবৎ ইশারা ঢেকে রাখে কামনার চোখ
জলজ সকাল, নিমগ্ন বিকালে, যত সব অপেক্ষা
অবেলায় বলিরেখা ঠোঁটে অলৌকিক রোদসূত্রে
জুয়াড়িমন অপলক চেয়ে থাকে কামজল ঠোঁটে।

বিজ্ঞাপন

****

যেদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আমার শেষ গোসলের আগে আসবে কি তুমি প্রিয়তমা
চিরনিদ্রায় শায়িত হবার পর দেখতে পারবে না আমায়
যন্ত্রণা সয়ে সয়ে প্রেমের দেহ চিরতরে মিশে যাবে মাটিতে
মৃত ছায়াপুরুষের লাশে রেখো না ক্ষোভ যাকে ঢেকে দেবে পাটিতে
প্রেমিক পুরুষের মরণের পর ভুলে যেও সব অভিমান
খবর পেলে একবার হলেও কবরে এসো শুধু এই আহ্বান।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।