এমরান কবিরের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৫ মে ২০২৪

পথ

গৃহপালিত পাখি দেখে আনন্দে নাচে হরিণী
উড়ালের ক্ষত নিয়ে, অধীনতা নিয়ে তবু তাকে ডাকিনি
হরিণের ক্ষত, পাখির ডানায় ভর করে তবু আমরা জানিনি

ফেরার গল্পে তবু পড়ে যার অজ্ঞাত পালক
হরিণীর শিং খাঁচার পেরেক আর
উল্টে যাওয়া উল্টো পথ

সবগুলো আয়ু নিয়ে চোখ নাচে রঙিন
প্লিজ
পাখিটাকে পাখা হরিণীকে রং আর পথকে পথ করে দিন

****

থুথু

আমি একটু থুথু ফেলব
তুমি এর কী নাম দিতে চাও?
ভাষা?
ঠিক আছে
ভিক্ষুকের ছদ্মবেশে
লিখব তাহলে এপিটাফ

হয়ে যাবে অমর আহরণ
থুথুগুলো পেয়ে যাবে ফুল

তোমার শোকপক্ষগুলো ভেসে যাবে
নদীতে পাবে না কুল

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।