নজিবর রহমান সাহিত্যরত্নের মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৬

মুসলিম পুনর্জাগরণের ভোরের মুয়াজ্জিম ও বাংলা সাহিত্যের লোকায়ত অমর কথাশিল্পী মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্নের ৯৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ মহিব এডুকেশন গ্রুপের হলরুমে নজিবর রহমান সাহিত্যরত্ন একাডেমি সিরাজগঞ্জের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কলম সৈনিকের সম্পাদক বিশিষ্ট ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ।

একাডেমির সভাপতি এএইচএম মহিবুল­াহ মহিবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ দেওয়ান রাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সিরাজগঞ্জ প্রতিনিধি পীরজাদা সৈয়দ শামীম সিরাজী, নজিবর রহমান সাহিত্যরত্নের নাতি বিশিষ্ট কথাসাহিত্যিক সৈয়দ শুকুর মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সাংবাদিক এইচএম মোকাদ্দেস প্রমুখ।

বক্তারা বলেন, বাংলা সাহিত্যের কিংবদন্তির মহাপুরুষ নজিবর রহমান সাহিত্যরত্ন সলঙ্গা থানার হাটিকুমরুলের সমাধি স্থানটি দীর্ঘ ৯৩ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেয়া হয়নি। বক্তারা অবিলম্বে সমাধি স্থানটি দ্রুত সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, আনোয়ারা নজিবর রহমান সাহিত্যরত্নকে আকাশছোঁয়া খ্যাতি দিয়েছে, অমর করে রেখেছে শতাব্দীকাল ধরে। সেইসঙ্গে তার জন্মভূমি সিরাজগঞ্জের নামও উপমহাদেশের সাহিত্যাকাশে দীপ্যমান রয়েছে আনোয়ারার মাধ্যমে।

উলে­খ্য, ১৯২৩ সালের ১৮ অক্টোবর কালজয়ী ঔপন্যাসিক, সমাজসংস্কারক মনীষী নজিবর রহমান সাহিত্যরত্ন মৃত্যুবরণ করেন।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।